ফসলী জমির মাটি কাটতে বাধা দেয়ায় পিতা-পুত্রকে পিটিয়ে জখম

|

রূপগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফসলী জমির মাটি কাটতে বাধা দেয়ায় বর্গা চাষি পিতা ও পুত্রকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেছে মাটি দস্যুরা। শনিবার রাতে উপজেলার ভোলাবো ইউনিয়নের আদলা গ্রামে এই ঘটনা ঘটে।

আহত বর্গা চাষি আব্দুল বাতেন জানান, তিনি অন্যের জমিতে চাষাবাদ করে থাকেন। তার ছেলে ওমর ফারুক তাকে চাষাবাদে সহায়তার পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত শনিবার মাটিদস্যু রাসেল, আনিসুরসহ আরও কয়েকজন ভেকু গাড়ি দিয়ে কৃষকদের জমির মাটি কেটে নিয়ে যাচ্ছিল।

তিনি বলেন, এ সময় বাতেনসহ এলাকার কৃষকরা তাদের মাটি কাটতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে রাতে তার ছেলেকে একা পেয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে তিনি ছেলেকে উদ্ধার করতে গেলে তাকেও পিটিয়ে আহত করেন তারা। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply