চাহিদা বাড়ায় চিনির দাম আবারও বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

|

ঈদ ও রমজানের কারণে চাহিদা বাড়ায় চিনির দাম আবারও বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বলেন, দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।

রোববার (১৬ এপ্রিল) সচিবালয়ে জুট প্রোডাক্ট বিজনেস কাউন্সিল গঠন সংক্রান্ত সভা শেষে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, গত ১৫ দিনে চিনির দাম আন্তর্জাতিক বাজারেও বেড়েছে। এরপরও এর প্রভাব বাজারে পড়ার কথা নয়। কিন্তু চিনির বাজার নানাভাবে বিস্তৃত হওয়ায় দাম মনিটরিং করা কঠিন হচ্ছে।

এর আগে সভায় জুট প্রোডাক্ট বিজনেস কাউন্সিল গঠন করা হয়েছে। এর উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় তিনি বলেন, ১১২ কোটি ডলারের বেশি পাট পণ্য রফতানি হচ্ছে দেশ থেকে। এ খাতে অনেক সম্ভাবনা আছে। উদ্যোক্তারা নতুন নতুন কার্যক্রম নিয়ে উদ্যোগী হলে এখানে আরও বেশি রফতানি সম্ভব হবে বলে আশাবাদী তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply