‘অতিরিক্ত গতি নয়, টায়ার ফেটে শিবচরে বাস দুর্ঘটনা ঘটে’

|

অতিরিক্ত গতি নয়, টায়ার ফেটে মাদারীপুরের শিবচরে ইমাদ পরিবহনের বাসের দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শামসুল হক এ তথ্য জানিয়েছেন।

রোববার (১৬ এপ্রিল) বুয়েটে এক অনুষ্ঠানে ওই দুর্ঘটনার বিষয়ে তদন্ত প্রতিবেদন তুলে ধরেন অধ্যাপক শামসুল হক। জানান, ১৯ মার্চ সকাল ৭টা ৩৮ মিনিটে কুতুবপুর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি কালভার্টের দেয়ালে ধাক্কা খায়। বাসটি খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। দুর্ঘটনায় বাসের ১৯ যাত্রী নিহত হয়। ঘটনাস্থলেই মারা যায় ১৪ জন।

শামসুল হক বলেন, রাস্তার উপরে টায়ারের কোনো স্কিড মার্ক ছিল না। দুর্ঘটনাটি হঠাৎ করেই হয়েছিল, যা টায়ার ফাটার কারণে হতে পারে। গাড়ির ব্রেকের ত্রুটির কারণে এ দুর্ঘটনা হয়নি। রোস্টার ডিউটি অনুযায়ী চালকের যথেষ্ট বিশ্রাম নেয়ার সুযোগ ছিল। তাই চালকের ক্লান্তি এ দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচিত হতে পারে না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply