হবিগঞ্জে বউ-শাশুড়ি হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন

|

স্টাফ করেসপনডেন্ট, হবিগঞ্জ:

হবিগঞ্জের নবীগঞ্জে বউ-শাশুড়ি হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৭ এপ্রিল) বেলা একটায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজুল হক এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- নবীগঞ্জ উপজেলার আমতইল গ্রামের আমির হোসেনের ছেলে তালেব মিয়া (২৪) ও বানিয়াচং উপজেলার হোসেনপুর গ্রামের জাকারিয়া আহমদ শুভ (২০)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৩ মে রাত ১১টায় নবীগঞ্জ উপজেলার সুদুল্লাপুর গ্রামের রাজা মিয়ার স্ত্রী মালা বেগম (৫০) ও তার পুত্রবধূ রুবি বেগমের (২২) ঘরে প্রবেশ করে তাদের হত্যা করে পালিয়ে যায় দণ্ডপ্রাপ্তরা। এ ঘটনায় নিহত রুবি বেগমের ভাই নজরুল ইসলাম চৌধুরী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে একই বছরের ১১ আগস্ট আদালতে ২২ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে পুলিশ। আদালত ৩১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply