শুরু হলো সূর্য জয়ের অভিযান। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে, স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে যাত্রা শুরু করে ‘পার্কার সোলার প্রোব’ নামের ছোট্ট মহাকাশযান।
মহাকাশ গবেষণা সংস্থা- নাসা বলছে, ঘণ্টায় সাড়ে ৪ লাখ মাইল গতিতে এক মাস পর সূর্যের নিকটতম বুধ গ্রহ অতিক্রম করবে যানটি। আরও পরে গন্তব্যে পৌঁছে অবস্থান নেবে, সূর্যের ৪০ লাখ মাইল দূরত্বের মধ্যে। আগামী সাত বছর থাকবে সূর্যের কক্ষপথে।
অর্ধ-শতকের চেষ্টার পর, এই প্রথম সূর্যের এতো কাছে যাচ্ছে কোনো মহাকাশযান। বিজ্ঞানীদের আশা- সৌরজগতের একমাত্র নক্ষত্রের আচরণ বিশ্লেষণের মাধ্যমে পৃথিবীর জন্মরহস্য উন্মোচিত হবে।
যানটি মূলতঃ সূর্যের ‘করোনা’ বা দেহজ্যোতির প্রতি গুরুত্ব দেবে। কারণ নক্ষত্রটির চারপাশের এলাকা নানা রকম ক্ষুদ্র ও সক্রিয় ধাতুকণায় পূর্ণ। ফলে সেখানকার তাপমাত্রা ৩০ লাখ ফারেনহাইট পর্যন্ত থাকে; যা সূর্যের তুলনায় ৩শ’ গুণ বেশি তপ্ত।
Leave a reply