রোমানিয়ার বুখারেস্টে চলছে সরকার বিরোধী আন্দোলন। শনিবার আন্দোলনের দ্বিতীয় দিনে রাজধানীর সরকারি ভবনের বাইরে জড়ো হয় হাজার হাজার মানুষ। পুলিশ বাঁধা দিলে শুরু হয় সংঘর্ষ। আহত হয় শতাধিক বিক্ষোভকারী।
রোমানিয়া ও ইউরোপিয় ইউনিয়নের পতাকা হাতে নিয়ে ভুভুজেলা বাজিয়ে সরকার বিরোধী স্লোগান দিয়েছে জনগন। বিক্ষোভরত জনতাকে ছত্রভঙ্গ করতে পানি ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। জবাবে পানির বোতল ও ইট পাটকেল ছোড়ে বিক্ষোভকারীরা। এতে আইন শৃংখলা বাহিনীর কয়েকজনও আহত হয়।
আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজধানীর বাইরেও। রাজনৈতিক নেতাদের ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে সিবিউ, তিমিসোরা সহ আরও কয়েকটি শহরেও বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। রাজধানীতে শুক্রবার রাতে আন্দোলনে অংশ নিয়েছিল প্রায় ১ লাখ মানুষ।
২০১৭ সালে ক্ষমতা গ্রহণের পর থেকেই দুর্নীতির দায়ে আন্দোলন দানা বাঁধতে থাকে সোশ্যাল ডেমোক্র্যাট সরকারের বিরুদ্ধে।
Leave a reply