‘বোরকা পড়া নারী জীবন্ত তাবু’

|

বোরকা পড়া নারীকে জীবন্ত তাবু হিসেবে আখ্যা দিয়েছে ডেনমার্কের পিপলস পার্টির এক রাজনীতিবীদ। সম্প্রতি স্কাই নিউজে দেয়া সাক্ষাৎকারে কেনাথ ক্রিস্টানসিন বের্থ নামের ওই রাজনীতিবিদ বলেন, বোরকা বা নেকাব পড়া স্বাভাবিক কিছু না।

তার এ মন্তব্যের পর সমালোচনার ঝড় বইছে দেশটিতে বসবাসরত মুসলিমদের মাঝে। এর আগে ১ আগস্ট দেশটির সরকার বোরকা পড়ার ওপর নিষেধাজ্ঞারোপ করে।

আইনে উল্লেখ করা হয়, কেউ যদি জনসম্মুখে বোরকা এবং নেকাব পড়ে বের হয় অথবা কাউকে এ পোশাক পড়তে বাধ্য করা হয় তাহলে অন্তত ২ বছরের কারাদণ্ড হবে দোষী ব্যক্তির। তবে কেউ চাইলে শীতকালে এবং মটরসাইকেল চালানোর সময় মুখ ঢেকে চলতে পারবেন।

বলা হয়, কোন গোষ্ঠি বা ধর্মকে অবমাননার উদ্দেশে এ আইন পাশ করা হয়নি। অস্ট্রিয়া, ফ্রান্স, বেলজিয়ামেও নিষিদ্ধ করা হয়েছে বোরকা পড়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply