ঝিনাইদহে শ্বাসরোধ করে হত্যায় ২ জনের যাবজ্জীবন

|

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় সারের ডিলার হাজী লতিফ হত্যা মামলায় মোস্তাফিজুর রহমান ও সামু আহমেদকে যাবজ্জীবন ও অপর আসামি রাকুু হোসনেকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক গোলাম আজম এ রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২০১০ সালের ৭ই এপ্রিল জেলার শৈলকুপা উপজেলার আহসান নগর গ্রামের সারের ডিলার ব্যবসায়ি হাজী আব্দুল লতিফকে শত্রুতামুলকভাবে সন্ত্রাসীরা শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এ হত্যাকাণ্ডের পর  নিহতের ছেলে মামুনুর রশিদ বাদি হয়ে ৪জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

আদালত স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ রোববার জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত ২জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও অপর আসামিকে ৫ বছরের কারাদণ্ড  প্রদান করেন।

দন্ডিতরা হলো একই উপজেলার বগুড়া গ্রামের মাহবুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (৩৮), আব্দুর রউফের ছেলে রাকু হোসেন (৩০) ও কামান্না গ্রামের মৃত হিরু আহমেদের ছেলে সামু আহমেদ (৩৩)।

রায় প্রদানের সময় দুইজন উপস্থিত থাকলেও ৫ বছরের কারাদন্ড প্রাপ্ত আসামি রাকু হোসেন পলাতক রয়েছে। বাকি সুকনাল নামের এক আসামি মারা যাওয়ায় তাকে এ মামলা অব্যাহতি প্রদান করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply