সুদানে তৃতীয় দিনের মতো চলছে সংঘাত, নিহতের সংখ্যা বেড়ে ১৮৫

|

সুদানে চলমান সংঘাতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৮৫ জনে। তিনদিনের সহিংসতায় আহত প্রায় দু’ হাজার মানুষ। সুদানে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি এ তথ্য নিশ্চিত করেছেন এ তথ্য। খবর সিএনএন এর।

সোমবারও (১৭ এপ্রিল) রাতভর চলে বিমান হামলা, গোলাগুলি ও বিস্ফোরণ। আতঙ্কে রাজধানী ছাড়ছেন অনেক বাসিন্দা।

এদিকে খার্তুমে নিজ বাসভবনে হামলার শিকার হয়েছেন সুদানে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত আইদান ও’হারা। বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইইউ ও যুক্তরাষ্ট্র।

মূলত র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস-আরএসএফ’কে বিদ্রোহী গোষ্ঠী হিসেবে ঘোষণা দিয়েছে সুদানের সেনাবাহিনী। বিলোপের নির্দেশও দেয়া হয়েছে। সেনাপ্রধান আল বুরহানকে উগ্র ইসলামপন্থী হিসেবে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানান আরএসএফ প্রধান। সেনাবাহিনী ও শক্তিশালী আধা সামরিক বাহিনী আরএসএফ’র ক্ষমতার লড়াইয়ে চারদিন ধরে রণক্ষেত্র সুদান।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply