কোনো ঝামেলা ছাড়াই ট্রেনে চলছে দ্বিতীয় দিনের ঈদযাত্রা। নতুন নিয়ম অনুযায়ী টিকিট ছাড়া কেউই ট্রেনে উঠতে পারছেন না। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাও নেই। এবারের ব্যবস্থাপনায় খুশি যাত্রীরাও। অবশ্য অনলাইনে টিকিট না কেটে স্টেশনে এসে অনেকেই পড়েছেন বিড়ম্বনায়।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে ছেড়ে যায় ঈদযাত্রার দ্বিতীয় দিনের প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস। রাজশাহীর উদ্দেশে কিছুটা বিলম্বে ৬টা ২০ মিনিটে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়। এরপরই ৬টা ৪০ মিনিটে চিলাহাটী অভিমুখে স্টেশন ছাড়ে নীলসাগর এক্সপ্রেস। চট্টগ্রামের উদ্দেশে সোনার বাংলা এক্সপ্রেস ও কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়েছে সিন্দুর প্রভাতীও।
একে একে কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই গন্তব্যের উদ্দেশে কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়ছে ঈদযাত্রার দ্বিতীয় দিনের ট্রেন। শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি নিয়েই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।
রেল স্টেশনে কয়েক দফা চেক করে টিকিট-এনআইডি দেখে প্রবেশ করতে দেয়া হচ্ছে যাত্রীদের। তবে অনেকে অনলাইনে টিকেট না কেটে স্টেশনে এসে বিপাকে পড়েছেন। তাদের কেউ স্ট্যান্ডিং টিকেট কেটে, কেউবা ভিন্ন যাত্রাপথ অবলম্বন করছেন।
এসজেড/
Leave a reply