৬ দিনের ঈদের ছুটিতে হিলি বন্দর

|

ছবি : সংগৃহীত

দিনাজপুর (হিলি) প্রতিনিধি:

ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে আজ (১৯ এপ্রিল) থেকে টানা ৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এই কয়দিন বন্দর দিয়ে দু’দেশের মধ্যে সকল প্রকার পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার (২৫ এপ্রিল) বন্দরের সকল কার্যক্রম পুনরায় চালু হবে।

হিলি স্থলবন্দর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত থেকে পণ্য আমদানি বন্ধ থাকলেও আজ বুধবার একদিনের জন্য বিশেষ ব্যবস্থায় বন্দরের অভ্যন্তরে ট্রাকে পণ্য ওঠানামা ও খালাস কার্যক্রম চালু রাখা হয়েছে। আগামীকাল থেকে তা বন্ধ হয়ে যাবে।

এদিকে ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানিয়েছেন, বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার চালু থাকবে। এমনকি কেউ যদি ঈদের দিন ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করতে চায় তাও পারবে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply