মৃদু থেকে তীব্র তাপপ্রব্রাহ বইছে সারাদেশে। বুধবার (১৯ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, যা ৪২ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহীতে বৃষ্টির প্রার্থনায় বিশেষ নামাজও আদায় করেছেন মুসল্লিরা। বুধবার সকালে তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামে ইস্তিসকার নামাজ আদায় করা হয়। জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে অংশ নেন আড়াই শতাধিক মুসল্লি।
জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক আফজাল হোসেন হামিদী নামাজের ইমামতি করেন। পরে সম্মিলিত মোনাজাত করা হয়।
এদিকে, বৃষ্টি চেয়ে নামাজ পড়েছেন খুলনাবাসীও। নগরীর শহিদ হাদিস পার্কে দুই শতাধিক মুসল্লি নামাজে অংশ নেন। নামাজ শেষে অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য মহান সৃষ্টিকর্তার রহমত কামনা করে মোনাজাত করা হয়।
/এমএন
Leave a reply