নিজেদের ঘরের মাঠ ইতিহাদে প্রথম লেগে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের পথটা আগে থেকেই তৈরি করে রেখেছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। এবার মিউনিখে বায়ার্নকে আটকে রাখলো ১-১ গোলের সমতায়। যার ফলে, চ্যাম্পিয়নস লিগের ছয়বারের চ্যাম্পিয়ন বাভারিয়ানদের দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে পেপ গার্দিওলার শিষ্যরা।
নিজেদের ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনা স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য জানায় বায়ার্ন মিউনিখ। ম্যাচের শুরু থেকেই অধিকাংশ সময় বল দখলে রেখে টানা আক্রমণ করতে থাকে স্বাগতিকরা। ম্যাচের ১৭তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে সুবর্ণ সুযোগও পায় বাভারিয়ানরা। কিন্তু সতীর্থের থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে ‘ওয়ান-অন-ওয়ানে’ লেরয় সানের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
দুই মিনিট পর বড় বাঁচা বেঁচে যায় স্বাগতিকরা। পাল্টা আক্রমণে সবাইকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া হাল্যান্ডকে পেছন থেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন দায়দ উপামেকানো। তবে তার আগেই কিঞ্চিৎ ব্যবধানে নরওয়ের ফরোয়ার্ড অফসাইড থাকায় সিদ্ধান্ত পাল্টান রেফারি।
ম্যাচের ৩৭ মিনিটে বায়ার্নের ডি বক্সের মধ্যে উপামেকানোর হাতে বল লাগায় পেনাল্টি পায় সিটিজেনরা। তবে গোল বারের উপর দিয়ে বল গ্যালারিতে পাঠালে গোল করতে ব্যর্থ হন হাল্যান্ড। এরপরও নিজেদের মাঠে আধিপত্য বিস্তার করে আক্রমণ বাড়াতে থাকে বায়ার্ন। তবে গোল আদায় করতে ব্যর্থ হন বাভারিয়ানরা। প্রথমার্ধে আর কেউ গোলের দেখা না পেলে গোল শূন্য নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর এসে দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে উঠে বায়ার্নের রক্ষণে আক্রমণ শানাতে থাকে সিটিজেনরা। আর সফলতাও পেয়ে যায় গার্দিওলার দল। ৫৭ মিনিটে ডি ব্রুইনার পাস থেকে গোল করে ইংলিশ জায়ান্টদের এগিয়ে নেন হাল্যান্ড। ম্যাচের পরে সময় আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠলেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দল।
তবে ৮৩ মিনিটে ম্যানসিটি ডি বক্সে ম্যানুয়েল আকেঞ্জির হাতের বল লাগায় পেনাল্টি পায় স্বাগতিক দল। সুযোগ কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান কিমিচ। খানিক পর সিটির এমেরিক লাপোর্তের একটি ফাউলের ঘটনায় আবারও ডাগআউটে বাজেভাবে প্রতিবাদ জানানোয় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বায়ার্ন কোচ। হতাশাময় ম্যাচে বহিষ্কারাদেশের বিব্রতকর অভিজ্ঞতাও সঙ্গী হলো এই জার্মানের।এরপরে বাকি সময় কোনও দল গোলের দেখা না পেলে ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই’দল।
১১ মে সান্তিয়াগো বার্নাব্যুতে সেমির লড়াইয়ের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ম্যানসিটি। গত আসরের সেমি-ফাইনালে দুই লেগের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মাদ্রিদের দলটির বিপক্ষেই হেরেছিল সিটি।
/আরআইএম
Leave a reply