জাতীয় ঈদগাহে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এদিন বৃষ্টি হলে সকাল ঈদের জামাত বায়তুল মোকাররমে সকাল ৯টায় হবে। নামাজ পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন।
জানা গেছে, ঈদ-উল-ফিতরের প্রধান জামাতকে কেন্দ্র করে ২৫ হাজার ৪০০ বর্গমিটার প্যান্ডেলের প্রস্তুতি চলছে। এতে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এছাড়া চারপাশ মিলিয়ে প্রায় এক লাখ মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন। প্যান্ডেলের কাতার সংখ্যা থাকছে ১২১।
এছাড়া পাঁচ হাজার নারীদের জন্য নামাজের আলাদা জায়গা থাকছে জাতীয় ঈদগাহে। তাদের জন্য রয়েছে ৬১ কাতার।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ-উল-ফিতরের নামাজকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসিটিভির আওতায় থাকবে পুরো ভেন্যু।
এএআর/
Leave a reply