অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলিয়া বিশপ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রোহিঙ্গা সংকটের সমাধান না করলে রাখাইনে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। রোববার অস্ট্রেলিয়ার একটি টেলিভিশন সাক্ষাতকারে নিজের শঙ্কার কথা জানিয়ে জুলিয়া বলেন, উগ্রবাদের এমন উত্থানের পুরো সুফল ভোগ করবে জঙ্গিগোষ্ঠী আইএস।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের নাগরিকত্বের দাবিকে উপেক্ষা করে উল্টো নিপীড়ন চালালে রোহিঙ্গাদের মধ্যে অসন্তোষের মাত্রা দিন দিন বাড়বে। ফলে সংকট আরও ঘনীভূত হতে পারে।
অস্ট্রেলীয় মন্ত্রীর মতে, এখনই এ পরিস্থিতি সামাল না দিলে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে যার ভুক্তভোগী হবে সবাই।
/কিউএস
Leave a reply