আগামী এক বছর বিনামূল্যে গ্যাস সরবরাহ করবে তুরস্ক

|

ছবি: সংগৃহীত

আগামী এক বছর মাসিক ২৫ কিউবিক মিটার পর্যন্ত গৃহস্থালী কাজে ব্যবহারের জন্য বিনামূল্যে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে তুরস্ক সরকার। খবর রয়টার্স‘র।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) তুরস্কের উত্তরাঞ্চলীয় প্রদেশ জোনগুলদাকের একটি উপকূলীয় প্রাকৃতিক গ্যাস বন্দর উদ্বোধনের সময় এ ঘোষণা দেন তুস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

এরদোগান বলেন, আগামী মাস থেকে গৃহস্থালীর ব্যবহারের জন্য সীমাহীন প্রাকৃতিক গ্যাস বিনামূল্যে দেয়া হবে।

তিনি বলেন, তুরস্কের কৃষ্ণ সাগরের গ্যাসক্ষেত্রে প্রাথমিকভাবে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনমিটার গ্যাস উৎপাদিত হবে। আগামী সময়ে প্রতিদিন গ্যাসের উৎপাদন ৪ কোটি ঘনমিটারে উন্নীত করা হবে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply