নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে সাতে উঠে এলো লিভারপুল

|

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার তলানিতে থাকা নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জিততেও ঘাম ঝরাতে হয়েছে জায়ান্ট লিভারপুলকে। দু’বার পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় নটিংহ্যাম। তবে শেষ পর্যন্ত নটিংহ্যামের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে ইয়্যুর্গেন ক্লপের দল।

নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডে নটিংহ্যাম ফরেস্টকে আতিথ্য জানায় লিভারপুল। ম্যাচের শুরু থেকে চাপ দেয়া লিভারপুলকে আটকে রাখতে রক্ষণাত্মক কৌশল নেয় নটিংহ্যাম। সেট-পিসে স্বাগতিকদের ভয়ঙ্কর দেখাচ্ছিল; রক্ষণ জমাট রেখে প্রথমার্ধে তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয় নটিংহ্যাম। গোলশূন্য ড্র রেখেই বিরতিতে যায় দুই দল।

ছবি: সংগৃহীত

তবে বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৪৭ মিনিটে কর্ণার থেকে উড়ে আসা বল হেডে জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন দিয়েগো জটা। জটার গোলে এগিয়ে যাওয়ার স্বাগতিকরা এরপর খুব বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি। নটিংহ্যাম সমতায় ফেরে ৫১ মিনিটে। ৫৫ মিনিটে জটাই আবার এগিয়ে দেন লিভারপুলকে। মিনিট দশেক পরে আবারও ম্যাচে সমতা আনে নটিংহ্যাম। ম্যাচের ৬৭ মিনিটে স্কোরলাইন ২-২ করে নটিংহ্যাম।

ছবি: সংগৃহীত

তবে এদিন জয়ের জন্য যেন মরিয়া ছিল লিভারপুল। ৮০ শতাংশের বেশি সময় বল দখলে রাখা দলটি জয়সূচক গোলের দেখা পায় ৭০তম মিনিটে। ডান দিক থেকে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ফ্রি কিকে ছয় গজ বক্সের মুখে বল পাঠান, আর ঘিরে থাকা ডিফেন্ডারদের সব চ্যালেঞ্জ সামলে নিচু শটে দলকে উচ্ছ্বাসে ভাসান মোহামেদ সালাহ।

ছবি: সংগৃহীত

৩১ ম্যাচে ১৪ জয় ও ৮ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে তালিকার সাত নম্বরে লিভারপুল। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে ছয়ে অ্যাস্টন ভিলা, তারা অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে। ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। দুই ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

সিটির সমান ৩০ ম্যাচ খেলে ৫৯ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে নিউক্যাসল ইউনাইটেড। ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহ্যাম হটস্পার। ৩২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে নটিংহ্যাম।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply