রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বগ্রহণ করবেন মো. সাহাবুদ্দিন; শপথ পড়াবেন স্পিকার

|

বঙ্গভবনে ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বগ্রহণ করবেন মোহাম্মদ সাহাবুদ্দিন। আর আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন একুশতম রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পড়াবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার (২৪ এপ্রিল) রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বঙ্গভবনের দরবার হলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ গ্রহণ করতে গুলশানের বাসা থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হয়েছেন নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

বর্ণাঢ্য ক্যারিয়ার নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের। একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন সক্রিয় রাজনীতি করেছেন ছাত্রলীগ ও যুবলীগে। ২৫ বছরের পেশাগত জীবনে অবসর নেন জেলা ও দায়রা জজ হিসেবে। জটিল সময়ে দায়িত্ব পালন করেন দুদক কমিশনারের। রাষ্ট্রীয় দায়িত্বের পর ফেরেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য পদে। অনেকটা চমক দেখিয়েই দায়িত্ব পাচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে।

আরও পড়ুন: তরুণ নেতা থেকে রাষ্ট্রপতি: মোহাম্মদ সাহাবুদ্দিনের বর্ণাঢ্য ক্যারিয়ার

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply