কিংস কাপের সেমি থেকে বিদায় নিলো আল নাসর; নিষ্প্রভ রোনালদো

|

ছবি: সংগৃহীত

সৌদি প্রো-লিগে সবশেষ ম্যাচ হারার পর কিংস কাপের সেমিফাইনালে আল ভেহদার কাছে ১-০ গোলে হেরেছে আল নাসর। আল ভেহদার কাছে এই হারে কিংস কাপের সেমিফাইনালেই শেষ হয়ে গেছে আল নাসরের পথ চলা। পুরো ম্যাচে বিবর্ণ ছিলেন ক্রিস্টিয়ানো রোনালোদো। এই নিয়ে আল নাসরের হয়ে টানা তিন ম্যাচে গোলহীন তিনি।

২৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটা করেছেন আল ভেহদার ফরাসি স্ট্রাইকার জ্যাঁ-দাবিদ বিওগুয়েল। বিরতির আগে মুহুর্মুহু আক্রমণ করেও গলের দেখা পায়নি আল নাসর ক্লাবটি। ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় রোনালদোর দল।

ছবি: সংগৃহীত

বিরতির পর বাজে ভাবে ফাউল করায় লাল কার্ড দেখেন আল ভেহদার ডিফেন্ডার হাফিথ। ম্যাচের ৫৩ মিনিটে বাজে ফাউল করায় লাল কার্ড দেখেন তিনি। তবে ১০ জনে পরিণত হওয়া আল ভেহদার কাছেও জিততে পারেনি রোনালদোরা। একের পর আক্রমণ শানালেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি আল নাসর। ১-০ গোলে হেরে সেমি থেকেই বিদায় ঘণ্টা বাজে রোনালদোদের।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

অন্যদিকে, সৌদি প্রো-লিগে শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট পিছিয়ে আছে আল নাসর। সৌদি সুপার কাপ তো আগেই জিতে গেছে আল ইত্তিহাদ।

এদিকে, আল হিলালের বিপক্ষে আগের ম্যাচ শেষে সাইডলাইনে সাজিয়ে রাখা পানির বোতলে লাথি মেরেছেন, গ্যালারিতে ‘মেসি, মেসি’ স্লোগান ওঠায় মেজাজ হারিয়ে ‘অশোভন’ অঙ্গভঙ্গিও করেছেন। যে কারণে তাকে সৌদি আরব থেকে বের করে দেয়ার দাবিও উঠেছে। সব মিলিয়ে সময়টা আসলেই খারাপ যাচ্ছে রোনালদোর।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply