পেরুতে হাজার বছরের পুরোনো মমির সন্ধান!

|

হাজার বছরের পুরোনো একটি মমির সন্ধান মিলেছে লাতিন আমেরিকার দেশ পেরুতে। সম্প্রতি দেশটির রাজধানী লিমার কাছে কাজামারকুইলা প্রত্নতাত্ত্বিক ভবনে খুঁজে পাওয়া যায় মমিটি। খবর রয়টার্সের।

দেহাবশেষটির চারপাশে মিলেছে সিরামিকসের বিভিন্ন জিনিসপত্র। মমিটি লিমা বা ইচমা সভ্যতার নিদর্শন বলে ধারণা করা হচ্ছে। এটির কিছু চুল ও চামড়া এখনও অক্ষত। প্রত্নতাত্ত্বিকরা অনেকদিন ধরেই কাজামারকুইলা ভবনটিতে অনুসন্ধান চালাচ্ছেন। চলতি বছরের জানুয়ারিতে একইস্থান থেকে আরও ২০টি মমি খুঁজে পাওয়া যায়। যার মধ্যে আট শিশুর মমিও ছিল। ধর্মীয় বলিদানে তাদের হত্যা করা হয়েছিল বলে অনুমান সংশ্লিষ্টদের।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply