বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজটি ভিড়েছে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে ইন্দোনেশিয়ার তারাহান থেকে ৬৩ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে সিঙ্গাপুর হয়ে পানামার পতাকাবাহী ‘অউসো মারু’ জাহাজটি পৌঁছে।
এটি ২২৯ মিটার দীর্ঘ এবং সাড়ে ১২ মিটার ড্রাফটের। বাংলাদেশের ইতিহাসে এটিই সবচেয়ে বড় পণ্যবাহী জাহাজ বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান। মাতারবাড়ী টার্মিনাল বাস্তবায়িত হলে ১৬ মিটার বা তার চেয়ে বেশি গভীরতা সম্পন্ন বাণিজ্যিক জাহাজ আসতে পারবে বলে জানান তিনি। তাপবিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল নিয়ে এই প্রথম কোনো জাহাজ ভিড়লো মাতারবাড়ীর জেটিতে। খালাসে লাগবে ৬-৭ দিন।
/এমএন
Leave a reply