হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি

|

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে হচ্ছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। ৭৫ পয়েন্ট নিয়ে গানার’রা শীর্ষে থাকলেও দুই ম্যাচ কম খেলে সিটিজেনদের সংগ্রহ ৭০ পয়েন্ট। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

চলতি মৌসুমে ট্রেবল জয়ের লক্ষ্য ম্যান সিটি’র। দুর্দান্ত ফর্মেও রয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৬ ম্যাচে হারের মুখ দেখেনি সিটিজেনরা। এরই মধ্যে দলটি নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ও এফএ কাপের ফাইনাল। টেবিল টপারদের হারিয়েই শিরোপার রেসে এগিয়ে থাকার প্রত্যয় ম্যান সিটি কোচ গার্দিওলার।

অন্যদিকে চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটছে আর্সেনাল। চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আরও একধাপ এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে গানারদের সামনে। তবে কাজটি সহজ হবে বলে মানছেন না আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ২০১৫ সালের পর ইপিএলে সিটির মাঠে জিততে পারেনি আর্সেনাল।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply