আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি- রফতানি শুরু

|

আখাউড়া প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধের পর বুধবার (২৬ এপ্রিল) সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। এতে প্রাণচাঞ্চল্য ফিরেছে আখাউড়া স্থলবন্দরে।

ঈদুল ফিতর উপলক্ষে ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত টানা পাঁচদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলোর সঙ্গে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। বুধবার সকালে ত্রিপুরায় মাছ রফতানির মধ্যদিয়ে আবারও পণ্য আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, টানা বন্ধের পর আমদানি-রফতানি বাণিজ্য শুরু হওয়ায় বন্দর ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply