এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে বাংলাদেশের শুভ সূচনা

|

ছবি : সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম খেলায় তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ইয়ং টাইগ্রেসরা।

বুধবার (২৬ এপ্রিল) সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার ৫ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় মিনিটে পূজা দাস ও পঞ্চম মিনিটে থুইনু মারমা পান গোলের দেখা। ৩৯ মিনিটে রুমা আক্তারের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় লাল-সবুজের জার্সিধারীরা। বিরতির পরও আক্রমণের ধার অব্যাহত রাখে বাংলাদেশ। ৫৩ মিনিটে নিজের জোড়া গোলের পাশাপাশি দলের চতুর্থ গোল করেন থুইনু মারমা। ৬০ ও ৮২ মিনিটে স্পট কিক থেকে বড় জয় এনে দেন সুরভী আকন্দ ও শ্রীমতি কৃষ্ণা।

শুরুতেই বড় জয়ে শিষ্যদের জন্য প্রশংসায় ভাসিয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটন। অন্যদিকে ম্যাচ বাই ম্যাচ টার্গেটে রেখে ভালো খেলার কথা জানিয়েছেন অধিনায়ক রুমা আক্তার।

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ধাপে গ্রুপ সেরা দলগুলো পাবে দ্বিতীয় ধাপে খেলার টিকিট। গ্রুপ ‘ডি’ থেকে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে রোববার স্বাগতিক সিঙ্গাপুরের মোকাবিলায় মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply