বাফুফের বোর্ড মিটিং; কাজী সালাহউদ্দিনের থাকা না থাকা নিয়ে গুঞ্জন

|

আগামী ২ মে বসতে যাচ্ছে বাফুফের বোর্ড মিটিং। যেখানে মিলতে পারে অনেক যদি-কিন্তু’র উত্তর। এরইমধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে কাজী সালাহউদ্দিনের পদত্যাগ নিয়ে স্বারকলিপিও দিয়েছেন সাবেক ফুটবলাররা।

বাফুফের মূল ফটকে থালা ঝোলানোর ছবিটি বেশিদিন আগের নয়। নারী দলকে অলিম্পিক বাছাইয়ে পাঠাতে না পারায় বাফুফের দরজায় ঝোলানো হয় ‘ভিক্ষার থালা’। এরপর একে একে বেরিয়ে আসতে থাকে বাফুফের নানা অনিয়ম-দুর্নীতি। ফিফা থেকে আসে নিষেধাজ্ঞাও। আবু নাইম সোহাগকে দেয়া ২ বছরের নিষেধাজ্ঞার পর আবারও তদন্ত কমিটি গঠন করে বাফুফে।

সেই তদন্ত কমিটি থেকে নাকি আবার দুই সহ সভাপতি পদত্যাগও করেছেন।

তবে, প্রশ্ন হচ্ছে বাফুফে কর্তাদের ওপর বাংলাদেশের সরকার হস্তক্ষেপ করতে পারবেন কিনা। কেননা ফেডারেশনের ওপর হস্তক্ষেপ ফিফা কখনোই মেনে নেয় না।

সে জায়গায় সেফ জোনেই থাকার কথা কাজী সালাহউদ্দিনদের। তবে কাজী সালাহউদ্দিন যদি নিজ থেকে সরে দাঁড়ান তাহলে হবে ভিন্ন কথা। সেরকম সম্ভাবনার দিকেই কি হাঁটছে বাংলাদেশের ফুটবল? অনেক প্রশ্নের জট খুলতে পারে ২ মে অনুষ্ঠিত হতে যাওয়া বোর্ড মিটিংয়ে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply