এজেন্সির কাছ থেকে ভিসা ও পাসপোর্ট ফেরত পেলেও বিমানের টিকিট হাতে পাননি অনেকে। শেষ মুহূর্তে এজেন্সির পক্ষ থেকেও কোন ধরনের যোগাযোগ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন হজযাত্রী।
আজ মঙ্গলবার সকালে আশকোনা হজ ক্যাম্পে এমন কয়েকজন মুসল্লিকে দেখা যায়। দু’দিন ধরে এজেন্সির সাথে যোগাযোগের চেষ্টা করছেন তারা। কিন্তু এজেন্সির মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে।
হজে যেতে ইচ্ছুক এসব মুসল্লি জানান, এমএইচএম ওভারসিজের মাধ্যমে হজে যাওয়ার জন্য সব পাওনা পরিশোধের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রও নেয়া হয়েছে। কিন্তু ক্যাম্পে আসতে বলে গত চার দিন ধরে লাপাত্তা এজেন্সির লোকজন।
এই বিষয়ে হজ ক্যাম্পের পরিচালক জানিয়েছেন, অভিযোগ পেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
Leave a reply