মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধুর অবদান নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ঢাকার আদালতে দায়ের করা মামলাতেও ৬ মাসের জামিন পেয়েছেন খালেদা জিয়া। একই অভিযোগে নড়াইলে দায়ের মামলাতে গতকাল জামিন পান তিনি।
২০১৫ সালের ২১ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে খালেদা জিয়া স্বাধীনতাযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে বলে মন্তব্য করেন। বঙ্গবন্ধুকে নিয়েও বির্তকিত মন্তব্য করেন তিনি। এ নিয়ে ঢাকা ও নড়াইলে পৃথক দুটি মানহানির মামলা হয় বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে। ঢাকার আদালতে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।
গতমাসে মূখ্য মহানগর হাকিম আদালত খালেদা জিয়াকে জামিন না দিলে বিষয়টি নিয়ে হাইকোর্টের দারস্থ হন তাঁর আইনজীবীরা। শুনানি শেষে ৬ মাসের জামিন মঞ্জুর করলেন বিচারপতি আব্দল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনর হাইকোর্ট বেঞ্চ।
Leave a reply