‌দৌলত‌দিয়ায় চাপ বে‌ড়ে‌ছে ঢাকামু‌খি যাত্রী ও যানবাহ‌নের

|

রাজবাড়ী প্রতিনিধি:

ঈদের আজ সপ্তম ও সাপ্তা‌হিক ছুটির দি‌নে কর্মস্থলমুখি যাত্রী ও যানবাহ‌নের চাপ বেড়েছে দে‌শের গুরুত্বপূর্ণ দৌলত‌দিয়া ঘাটে। শুক্রবার (২৮ এপ্রিল) দুপু‌রের পর থে‌কে এ চাপ বাড়‌তে থাকে। ফ‌লে বিকেল পর্যন্ত ঘা‌টের জি‌রো প‌য়েন্ট থে‌কে ঢাকা-খুলনা মহাসড়‌কের প্রায় দেড় কি‌লোমিটার এলাকায় যানবাহ‌নের সি‌রিয়াল তৈ‌রি হয়।

এদি‌কে গত ক‌য়েক‌দি‌নের তুলনায় লঞ্চ ঘাটেও ছিল যাত্রী‌দের অতিরিক্ত ভিড়। ফ‌লে দৌলত‌দিয়া প্রান্ত থেকে পাটু‌রিয়ার উদ্দেশে ছে‌ড়ে যা‌ওয়া প্রতি‌টি ফে‌রি ও ল‌ঞ্চে যাত্রী‌দের ভিড় ছিল চো‌খে পড়ার মত। এ সময় যাত্রীবা‌হী যানবাহ‌নের পাশাপাশি পারাপার হচ্ছে অন্যান্য যানবাহনও পার হতে দেখা যায়।

বিআইডব্লিউটিসি আরিচা বন্দরের উপপরিচালক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ২০টি ছোট বড় ফেরি চলাচল করছে। গত ক‌য়েক‌দি‌নের তুলনায় আজ ঢাকামুখি যানবাহন ও যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। ত‌বে‌ কোনো ভোগা‌ন্তি নেই।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply