বঙ্গবন্ধুর খুনিদের বিচার করতে ব্যর্থ হন শফিউল্লাহ; যুবলীগ চেয়ারম্যানের মন্তব্য

|

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

বঙ্গবন্ধু পরিবারকে যে সেনা অফিসাররা হত্যা করেছিল, সেনা আইনে তাদের বিচার না করে ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন জেনারেল শফিউল্লাহ। এমন মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

শুক্রবার (২৮ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭০তম জন্মদিনের আলোচনা এই মন্তব্য করেন তিনি।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, জিয়াউর রহমান ইনডেমনিটি আইন করে বিচারের পথ বন্ধ করেছিল। তাই বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না। জিয়াউর রহমানের মরণোত্তর বিচার এ প্রজন্মের দাবি বলেও মন্তব্য করেন যুবলীগ চেয়ারম্যান। অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, বিএনপির পক্ষে কখনোই উন্নয়ন সম্ভব নয়। আর দেশবাসীও জঙ্গিদের হাতে আর ক্ষমতা দেবে না।

শেখ ফজলে শামস পরশ আরও বলেন, মুক্তিযোদ্ধা সেনা অফিসারকে সেনাবাহিনীর যে সদস্যরা হত্যা করেছিল, সেনা আইনে বিচার না করে জেনারেল জিয়ার অবৈধ সরকার তাদের পুরস্কৃত করেছিল। জিয়াউর রহমানের বিএনপির নেতৃবৃন্দ যখন গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে, তখন তাদের লজ্জা পাওয়া উচিত।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply