ওয়াশিংটন-সিউল চুক্তি: পারমাণবিক শক্তি আরও বৃদ্ধির হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

|

পারমাণবিক শক্তি আরও জোরদার করবে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সামরিক চুক্তির জবাবে এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। খবর দ্য গার্ডিয়ানের।

শনিবার (২৯ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। কিম ইয়ো বলেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে চরম শত্রুতার বহিঃপ্রকাশ হলো ওয়াশিংটন-সিউল পারমাণবিক অস্ত্র চুক্তি। এর জেরে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়বে। তাই প্রতিরক্ষা জোরদারে সামরিক শক্তিমত্তা আরও বাড়াবে উত্তর কোরিয়া।

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া চুক্তিকে দায়িত্বজ্ঞানহীন বলেও আখ্যা দেন কিম জং উনের বোন। বহিঃশত্রুর আক্রমণ মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

গত সপ্তাহে উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় একটি পারমাণবিক অস্ত্র চুক্তি স্বাক্ষর করে ওয়াশিংটন-সিউল। আর এতেই নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে উত্তর কোরিয়া। এরই জেরে এলো এ হুঁশিয়ারি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply