ইসরায়েলের সীমান্তে গিয়েই এবার তেলআবিবকে কঠোর হুঁশিয়ারি ইরানের

|

ইসরায়েলের সীমান্তে গিয়ে এবার তেলআবিবকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ান। শুক্রবার (২৮ এপ্রিল) লেবাননের মারুন আল-রাস এলাকা সফরে গিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ইসরায়েল বিরোধী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। খবর আল জাজিরার।

এ সময় ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে লেবানন ও ফিলিস্তিনের লড়াই নিয়ে সন্তোষও প্রকাশ করেন হোসেইন আমির আবদোল্লাহিয়ান। তার দাবি, ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে আন্দোলন এখন সবচেয়ে শক্তিশালী অবস্থায় আছে। সফরকালে হিজবুল্লার শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহর সাথে বৈঠকের কথাও জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। দীর্ঘদিন ধরেই লেবাননের সশস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করে আসছে তেহরান।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এ সময় হোসেইন আমির আবদোল্লাহিয়ান বলেন, মারুন আল-রাসে দাঁড়িয়ে আজ আবারও ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ আন্দোলনের পক্ষে জোরালো সমর্থন জানাচ্ছি। লেবানন ও ফিলিস্তিনের ইসরায়েল বিরোধী আন্দোলনগুলো এ যাবতকালের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। অন্যদিকে, ইহুদি শাসকরা সবচেয়ে কঠিন সময় পার করছে বলেও দাবি তার।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply