কম গতির যানের জন্য আলাদা লেন করে দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন করতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক দুর্ঘটনা হ্রাস করতে চার লেনের সাথে কম গতির যানের জন্য আলাদা লেন করে দেয়া হচ্ছে বলেও জানান তিনি। বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনীর ফতেহপুর রেলওয়ে ওভারপাস ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩টি সেতুর উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বক্তব্যের শুরুতেই শোকাবহ ১৫ আগস্টের কথা স্মরণ করে আবেগআপ্লুত হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা। প্রতিশ্রুতি দেন পিতার স্বপ্ন বাস্তবায়নের।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে যানবাহন চলাচল নির্বিঘ্ন হবে। বাণিজ্যিক প্রসারের পাশাপাশি বাংলাদেশ আন্তর্জাতিক করিডোরের সাথেও যুক্ত হবে।

মহাসড়কে দুর্ঘটনা কমাতে পরিকল্পনা অনুযায়ী সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভাগীয় শহরে বুলেট ট্রেন চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুফল তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply