সোমবার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্বের খেলা। মিরপুরে সকাল ৯টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। একই সময়ে ফতুল্লায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে লড়বে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
১১ ম্যাচ খেলে ১০ জয়ে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। সমান পয়েন্ট নিয়ে হেড টু হেডে এগিয়ে থেকে শীর্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সুপার লিগকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে আবাহনী। ফিটনেস-স্কিলসহ কাজ করা হয়েছে ব্যাটিং-বোলিং নিয়েও। দীর্ঘ সময় ধরে নেটে অনুশীলন করেন ক্রিকেটাররা। ভুল-ত্রুটি নিয়ে পরামর্শ করেন কোচিং স্টাফদের সাথে।
এদিকে, সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে এগিয়ে আবাহনীর ওপেনার নাঈম শেখ। ১১ ম্যাচে ৭১৯ রান নিয়ে শীর্ষে আছেন তিনি। দ্বিতীয় স্থানেই ৬৪৪ রান নিয়ে আছেন আবাহনীর আরেক ওপেনার এনামুল হক বিজয়।
/এমএন
Leave a reply