সাংবাদিক নীতিমালা সংশোধনের দাবিতে ইসিতে সাংবাদিকদের স্মারকলিপি

|

নির্বাচনে সংবাদ সংগ্রহে কোনো রকম বাধা দেয়া যেন না হয়, সেজন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে ৮ দফা দাবির প্রস্তাব জানিয়ে স্মারকলিপি দিয়েছেন নির্বাচন কমিশন বিটের কর্মরত সাংবাদিকরা।

রোববার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর আঁগারগাওয়ে নির্বাচন অফিসে সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য নির্বাচন কমিশনারের কাছে এই স্মারকলিপি জমা দেয়া হয়। এ সময় সাংবাদিকরা ৮ দফা দাবি তুলে ধরেন। এতে সাংবাদিকদের ভোট কেন্দ্রে ও ভোটকক্ষের সংবাদ সংগ্রহে অনুমতি না নেয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে নির্দেশনা প্রদান করার দাবিও তুলে ধরা হয়। এ সময় সিইসি সাংবাদিকদের স্মারকলিপি গ্রহণ করেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এদিকে, গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার সময় আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply