ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্ক আরও মজবুত হবে, এমন মন্তব্য করলেন মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভ স্পিকার কেভিন ম্যাকার্থি। ইসরায়েলের স্বাধীনতা দিবস উদযাপন করতে রোববার (৩০ এপ্রিল) ১৯ সদস্যের প্রতিনিধি দল নিয়ে জেরুজালেমে পৌঁছান তিনি। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
সোমবার দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন ম্যাকার্থি। এছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার নানা ইস্যুতে আলোচনা করবেন সরকারের প্রতিনিধিদের সাথে। বৈঠক করবেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে। দেশটির ঐতিহ্যবাহী ইয়াদ ভাসেম পরিদর্শন করে নিহতদের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে আরও বেশ কিছু স্মরণীয় স্থান পরিদর্শন করার কথা রয়েছে তার। স্পিকার হিসেবে এটাই তার প্রথম ইসরায়েল সফর। চলতি বছরের জানুয়ারিতে স্পিকার নির্বাচিত হন কেভিন ম্যাকার্থি।
/এমএন
Leave a reply