ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে মায়ের অসাবধানতায় ছড়িয়ে পড়া আগুনে পুড়ে মোস্তাকিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় অগ্নিকাণ্ডে তিন পরিবারের ৮টি ঘর ও বহু মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
রোববার (৩০ এপ্রিল) বিকেলে সদর উপজেলার আখানগর ইউনিয়নের চতুরাখোর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, এদিন বিকেলে চতুরাখোর গ্রামের নিজ বাসায় রান্না করছিলেন ওই গৃহবধূ। এ সময় একটি হেলিকপ্টার খুব নিচ দিয়ে ওই এলাকার আকাশে উড়ছিল। হেলিকপ্টার দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় করতে থাকলে শিশুটির মাও জ্বলন্ত চুলা ফেলে বেরিয়ে পড়েন হেলিকপ্টার দেখতে।
এ সময় চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। ঘরে ঘুমন্ত শিশু মোস্তাকিমকে বের করার সময়ও পায়নি পরিবারের সদস্যরা। এতে ঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা যায় শিশুটি। পরে আগুন নিভলে ছাইয়ের স্তূপ থেকে তার ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের সামসুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সকল সহায়তা প্রদান করা হবে।
এএআর/
Leave a reply