ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো সৌদি জ্যোতির্বিজ্ঞানীরা

|

ছবি: সংগৃহীত

জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুসারে, সৌদি আরবে আগামী ২৭ আরাফাতের দিন এবং ২৮ জুন ঈদুল আজহা পালিত হতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। খবর আল আরাবিয়া‘র।

জ্যোতির্বিজ্ঞানীরা বলেন, বিভিন্ন দেশে চাঁদ দেখা কমিটি অথবা নির্ধারিত কর্তৃপক্ষ হজ ও ঈদুল আজহার আগের দিনগুলোতে আনুষ্ঠানিক ঘোষণা না দেয়া পর্যন্ত এই তারিখ পরিবর্তন হতে পারে। জুনে ঈদুল আজহা হতে পারে। ফলে ২৭ জুন আরাফাতের দিন পালিত হবে বলে আশা করা হচ্ছে।

ঈদুল আজহা বিশ্বব্যাপী পালিত মুসলমানদের একটি প্রধান এবং ত্যাগের উৎসব। ঈদুল আজহার সময় বিশ্বব্যাপী মুসলমানরা সাম্প্রদায়িক প্রার্থনা ও দাতব্য কাজে নিয়োজিত হয় এবং পশু কোরবানি দেয়। এ ছাড়া আরাফাতের দিন হজ পালনকারী মুসলমানরা মক্কার বাইরে অবস্থিত আরাফাতের ময়দানে জড়ো হন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply