হজযাত্রার শেষদিন আজ

|

হজযাত্রার শেষদিন আজ। এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে গেছেন। বাকিরাও ঠিক সময়ে হজে যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।

সকালে আশকোনা হজক্যাম্পে শেষ দিনের হজযাত্রা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।

এসময়, ধর্মসচিব আনিছুর রহমান বলেন, এজেন্সির অনিয়মের জন্য যদি কোন যাত্রী হজে যেতে না পারেন তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, সামান্য গাফিলতিও ছাড় দেয়া হবে না।

হজযাত্রার শেষ দিনে আজ মোট ৯টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। এরমধ্যে বিমানের ৩টি ও সৌদি এয়ারলাইন্সের ৬টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন যাত্রীরা। এবার মোট ১ লাখ ২৬ হাজার ৭৭৮ জন হজে পালনের জন্য সৌদি আরব যাবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply