লন্ডন ডার্বিতে রাতে মুখোমুখি হবে আর্সেনাল-চেলসি

|

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে লন্ডন ডার্বিতে রাতে মাঠে নামবে আর্সেনাল-চেলসি। ১৯ বছর পর লিগ জেতার খুব কাছে এসেও শেষ ৪ ম্যাচে জয় বঞ্চিত থাকায় বেশ খানিকটা পিছিয়ে পড়েছে আর্সেনাল। অন্যদিকে, চলতি মৌসুমে জয়ের খোঁজে রয়েছে ব্লুজ’রা।

নিজেদের ঘরের মাঠ এমিরেটেস স্টেডিয়ামে চেলসিকে আতিথ্য জানাবে আর্সেনাল। সবশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে হারানো টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করতে মাঠে নামবে গানাররা। এই মৌসুমে ধুঁকতে থাকা চেলসি পার করছে খারাপ সময়। শেষ পাঁচ ম্যাচে চার হার ও এক ড্র নিয়ে চেলসি রয়েছে জয়ের খোঁজে। লন্ডন ডার্বি জিতে নিশ্চয় হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে চাইবেন দলের দুঃসময়ে দায়িত্ব নেয়া ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।

অপরদিকে, প্রিমিয়ার লিগের সবশেষ চার ম্যাচের তিনটিতে ড্র আর একটিতে হেরে গিয়ে লিগ শিরোপার দৌড়ে লম্বা সময় এগিয়ে থাকার পরও এখন দুই নম্বরে আর্সেনাল। পুরো মৌসুম জুড়ে গানারদের দুর্দান্ত ফর্ম দেখিয়ে শীর্ষ স্থান ধরে রাখা আর্টেটার দল এই চার ম্যাচে পা হড়কে দুই নম্বরে নেমে গেছে আর্সেনাল। তাই আর্সেনাল কোচ মিকেল আর্টেটা চাইবেন লন্ডন ডার্বি জিতে হারানো শীর্ষস্থান ফিরে পেতে।

ম্যানচেস্টার সিটির চেয়ে এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল রয়েছে পয়েন্ট টেবিলের দুইয়ে। ৩৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭৫, এক ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে সিটি আছে শীর্ষে। এ ম্যাচ জিতলে আর্সেনালের পয়েন্ট হবে ৭৮; সেক্ষেত্রে দলটি আবারও শীর্ষে উঠে আসবে। এছাড়াও, ৩২ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে চেলসি আছে টেবিলের ১২তম স্থানে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply