শিরোপার আরও কাছে যেতে রাতে ওসাসুনার মুখোমুখি হবে বার্সেলোনা

|

ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় শিরোপার আরও কাছে যেতে রাতে ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। দীর্ঘ দিন ইনজুরিতে থাকায় দলের বাইরে ছিলেন ফরাসি ফরোয়ার্ড ওসমান দেম্বেলে। তবে চোট কাটিয়ে রিয়াল বেতিসের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন এ ফরোয়ার্ড।

মঙ্গলবার (২ মে) রাতে নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ওসাসুনাকে আতিথেয়তা দেবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।

ন্যু ক্যাম্পে শেষ ১৪ ম্যাচের মধ্যে ১২টিতেই জয় আছে কাতালানদের। গত ৫ ম্যাচে ওসাসুনার বিপক্ষে ৪টিতেই জয় পেয়েছে বার্সেলোনা, আর অন্যটি হয়েছে ড্র। সর্বশেষ ম্যাচে আবার ওসাসুনা হেরেছে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে। তাই প্রতিপক্ষের ভেন্যুতেও ঝড়ের মুখেই পড়তে হবে ওসাসুনাকে।

৩২ ম্যাচ শেষে ৭৯ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে রাজত্ব ভালভাবেই নিজেদের দখলে রেখেছে বার্সা। ১১ পয়েন্ট পেছনে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। জয়ে ফেরার পাশাপাশি নিজেদের রাজত্ব সুরক্ষিত রাখতে হবে বার্সাকে। ওসাসুনার বিপক্ষে ম্যাচে পেদ্রি ও ডি ইয়াং দুজনেই শুরুর একাদশে ফিরছেন। ফর্মে থাকা দেম্বেলেও প্রস্তুত কোচের আস্থার প্রতিদান দিতে। বড় কোনো ইনজুরি না থাকায় জয় নিয়ে আত্মবিশ্বাসী ফুটবলাররা।

অপরদিকে আক্রমণভাগে কোচের মূল ভরসা রবার্ট লেভানদোভস্কি। এ মৌসুমে এখন পর্যন্ত লিগে ১৮ গোল করে সবার ওপরে আছেন পোলিশ স্ট্রাইকার। তার কাঁধে ভর করেই উড়তে প্রস্তত বার্সা। সম্ভাব্য ৪-৩-৩ ফরমেশনে শিষ্যদের নিয়ে পরিকল্পনা কষছেন জাভি। গোলপোস্টের নিচে যথারীতি থাকবেন টার স্টেগান।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply