মেসিকে ‘নিষেধাজ্ঞা’ দিলো পিএসজি

|

অনুমতি ছাড়া সৌদি আরব ভ্রমণ করায় আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি। প্রশিক্ষণ এড়িয়ে এমন করায় মেসিকে এ শাস্তি দেয়াকে হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান।

লিওনেল মেসি বর্তমানে সৌদি আরবের পর্যটন বোর্ডের অ্যাম্বেসেডর হিসেবে নিযুক্ত রয়েছেন। এর আগে গেলো মে মাসে তিনি দেশটির সাথে ২৫ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে চুক্তিবদ্ধ হন।

স্প্যানিশ গণমাধ্যম লেকিপের খবর অনুযায়ী, মেসি পিএসজি ম্যানেজার ক্রিস্টোফ গাল্টিয়ার বা স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোসের কাছ থেকে অনুমোদন না নিয়েই মধ্যপ্রাচ্যে গেছেন।

এদিকে আরএমসি স্পোর্ট অনুযায়ী, চুক্তি ভঙ্গের অভিযোগে মেসিকে তাৎক্ষণিকভাবে ২ সপ্তাহের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। অর্থাৎ মেসি আগামী রোববার ট্রয়েসের বিপক্ষে এবং ১৩ মে আজাকিওর বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply