ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দির মৃত্যুতে উত্তাল গাজা উপত্যকা

|

ছবি : সংগৃহীত

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দি মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গাজা উপত্যকা। স্বাধীনতাকামী সংগঠন- হামাস এবং ইহুদি সেনাবাহিনীর মধ্যে চলছে পাল্টাপাল্টি সংঘর্ষ। খবর রয়টার্সের।

বুধবার (৩ মে) ভোরে উপত্যকার দুটি গুরুত্বপূর্ণ স্থানে বিমান হামলা চালায় ইসরায়েলি বহর। এখনো জানা যায়নি হতাহত বা ক্ষয়ক্ষতির খবর। এর আগে মঙ্গলবার (২ মে) রাতভর ইসরায়েলি ভূখণ্ডে রকেট ছোঁড়া হয়।

ইহুদি সেনাবহরের অভিযোগ, অন্তত ২৬টি রকেট হামলা হয়েছে। যাতে, গুরুতর আহত এক বিদেশিসহ কমপক্ষে তিন জন। ক্ষতিগ্রস্ত হয়েছে উদ্ধার কাজে নিয়োজিত অ্যাম্বুলেন্সও। এ হামলার দায় স্বীকার করে নিয়েছে স্বাধীনতাকামী দুটি সশস্ত্র সংগঠন- ইসলামিক জিহাদ ও হামাস। অবশ্য গাজা ও পশ্চিম তীরে চলমান বিক্ষোভ-ধর্মঘট দমনে প্রথমে গোলাবর্ষণ করে তেল আবিব।

মঙ্গলবার ইসরায়েলি কারাগারে মৃত্যুবরণ করেন ফিলিস্তিনি বন্দি খাদের আদনান। বিতর্কিত প্রশাসনিক আটকাদেশের বিরুদ্ধে ৮৭ দিন ধরে তিনি পালন করছিলেন অনশন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply