ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
বুধবার (৩ মে) মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
এর আগে, গত ২ এপ্রিল হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। হাইকোর্টের আদেশ মোতাবেক তিনি দায়রা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।\
মতিউর রহমানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে একটি মামলা হয়েছিল। সেই মামলায় হাইকোর্ট থেকে গত ২ এপ্রিল জামিন পেয়েছিলাম। হাইকোর্ট ৬ সপ্তাহের একটি জামিন দিয়েছিলেন। এবং ৬ সপ্তাহের আগে উচ্চ আদালতের আদেশ অনুসারে মহানগর দায়রা জজ আদালতে জামিননামা দাখিলের নির্দেশ দিয়েছিলেন। আদালত সন্তুষ্ট হয়ে ২০ হাজার টাকা মুচলেকায় জামিননামা দাখিলের অনুমতি প্রদান করে। একই সঙ্গে আমরা আরেকটি দরখাস্ত করেছিলাম। স্বেচ্ছা আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেছিলাম। আদালত সেই বিষয়ে আগামী ১৬ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করেছেন।
ঢাকার রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মতিউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একই মামলায় পত্রিকাটির প্রতিবেদক শামসুজ্জামান শামসকেও আসামি করা হয়েছে। সিআইডি পরিচয়ে সাভারের বাসা থেকে তুলে নেয়ার পর শামসকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল পুলিশ।
আরও পড়ুন: ৫ মামলায় হাইকোর্টে মামুনুল হকের জামিন
/এম ই
Leave a reply