ওয়েস্ট হ্যামকে হারানোর রাতে শীর্ষে ফিরলো ম্যান সিটি

|

ছবি : সংগৃহীত

হাল্যান্ডের রেকর্ড গড়া ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে ইপিএলে আবারও শীর্ষস্থান পুনরুদ্ধার করলো সিটিজেনরা। খবর স্কাই স্পোর্টসের।

বুধবার (৩ এপ্রিল) রাতে ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর বিরতি থেকে ফিরে স্কোরলাইন ১-০ করেন নাথান আকে। ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরলিং হাল্যান্ড। গ্রিলিশের থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। ভেঙে ফেলেন প্রিমিয়ার লিগে এক মৌসুমে অ্যান্ডি কোল ও অ্যালান শিয়েরারের সর্বোচ্চ ৩৪ গোলের রেকর্ড।

খেলার শেষ দিকে ওয়েস্টহ্যামের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ফিল ফোডেন। এই ইংলিশ মিডফিল্ডারের বুলেট গতির শটে ৩-০ গোলের জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার সিটির। এই গোলে রেকর্ড হয় সিটি কোচ পেপ গার্দিওলারও। ফোডেনের গোলটি তার কোচিং ক্যারিয়ারের হাজারতম গোল।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply