শরিয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ঠান্ডার বাজার এলাকায় যাত্রীবাহী লঞ্চ থেকে পড়ে নিখোঁজ এক নারীকে ১০ ঘণ্টা পরে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (৪ মে) দুপুরে লিখিত এক বিবৃতিতে কোস্টগার্ড সদর দফতরে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোসাইরহাটের কোদলপুর ইউনিয়নের ঠান্ডার বাজার এলাকায় গোসারহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি ঈগল-৩ থেকে চলন্ত অবস্থায় জোহরা বেগম (৩৮) নামের এক নারী নদীতে পড়ে যায়। পরে জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট হাইমচর উদ্ধার অভিযান পরিচালনা করে। দীর্ঘ ১০ ঘণ্টা অভিযান পরিচালনার পরে আজ সকাল সাড়ে ৯টায় মেঘনা নদীর পাড় থেকে নিখোঁজ জোহরা বেগমকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি জানান, জোহরা ডান পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসার পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা বলছেন, বর্তমানে তিনি অনেকটা সুস্থ অবস্থায় বাড়িতে অবস্থান করছেন।
এটিএম/
Leave a reply