কনসার্টে পুলিশি হস্তক্ষেপের পর এবার সুর চুরির অভিযোগ এ আর রহমানের বিরুদ্ধে

|

মাত্র গেলো রোববার পুণেতে এ আর রহমানের গানের অনুষ্ঠান বন্ধ করে পুলিশ। যদিও কোনও রকম বাধা না দিয়েই মঞ্চ ছাড়েন সুরকার। টুইটারের জানান, খুব শিগগিরই দেখা হবে সকলের সাথে। তবে এবার বাধলো আরেক বিপত্তি। অস্কার জয়ী এই সুরকারের বিরুদ্ধে উঠলো সুর চুরির অভিযোগ। খবর আনন্দবাজারের।

সম্প্রতি মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান ২’ ছবিতে ‘বীরা বীরা’ গানটি নিয়ে উঠেছে বিতর্ক। এই গানটির সুর করার দায়িত্ব ছিল এ আর রহমানের কাঁধে। তবে দিল্লির এক বাসিন্দা ধ্রুপদ শিল্পী উস্তাদ ওয়াসিফুদ্দিন দাগরের অভিযোগ, তার বাবা-কাকার সুর নকল করেছেন এ আর রহমান ‘বীরা বীরা’ গানে।

এদিকে মণি রত্নমের প্রযোজনা সংস্থা মাদ্রাজ টকিজ় এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা দাবি করেছে। তাদের কথায়, সস্তার প্রচার ও টাকার জন্য এই অপপ্রচার করছে। ‘বীরা বীরা’ গানটি আসলে ত্রয়োদশ শতাব্দীর নারায়ন পণ্ডিতাচারিয়ানের কম্পোজ়িশন থেকে নেয়া।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply