শেষ হচ্ছে করোনাকালীন অভিবাসন আইনের মেয়াদ, যুক্তরাষ্ট্র সীমান্তে অভিবাসীদের ঢল

|

আলজাজিরা থেকে সংগৃহীত ছবি।

করোনাকালীন সময়ে যুক্তরাষ্ট্রে চালু হওয়া অভিবাসী আইনের মেয়াদ শেষ হচ্ছে সপ্তাহখানেকের মধ্যে। তাই শেষ সময়ে আইনটির সুবিধা পেতে অভিবাসীদের ঢল নেমেছে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে। তাদের সামলাতে সীমান্তে আরও দেড় হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করেছে বাইডেন প্রশাসন। খবর দ্য গার্ডিয়ানের।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

বৈধ কাগজপত্রের আশায় সীমান্তবর্তী অভিবাসন কেন্দ্রগুলোর বাইরে ভিড় জমিয়েছেন হাজারো মানুষ। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে তারা অপেক্ষা করছেন অনুমতিপত্রের জন্য। কেন্দ্রগুলোর বাইরে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি।

মঙ্গলবার (২ মে) সীমান্তবর্তী শহর তাপাচুলার অভিবাসন কেন্দ্রে হামলা চালায় অভিবাসীরা। এতে আহত হন বেশ কয়েকজন। আগামী ১১ মে বাইডেন প্রশাসন অভিবাসীপ্রবেশ সংক্রান্ত বিশেষ আইন ‘টাইটেল-৪২’ তুলে নেবেন। এছাড়া গত সপ্তাহে শরণার্থী সংকট মোকাবেলায় একটি চুক্তিতে সম্মত হয়েছে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।

এ চুক্তির আওতায় কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনিজুয়েলা থেকে আসা অভিবাসন প্রত্যাশীদের গ্রহণ করবে যুক্তরাষ্ট্র।
এছাড়া পারিবারিক পুনর্মিলন কর্মসূচীর আওতায় আরও ১ লাখ মানুষকে দেয়া হবে যুক্তরাষ্ট্রে স্থায়ী হবার সুযোগ।

এর আগে, অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে এ আইন চালু করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply