আগুন সন্ত্রাসে জড়িত বিএনপি নেতাদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (৪ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে অগ্নিসন্ত্রাসী ও হুকুমদাতাদের বিচারের দাবিতে প্রতীকী অনশনে এ দাবি জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর কোথাও রাজনীতির নামে আগুন দিয়ে মানুষ হত্যা করা হয়নি। তবে ১৩-১৪ সালে বিএনপি জামায়াত জীবন্ত মানুষকে আগুন দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, তারেক রহমান ও মির্জা ফখরুলের নির্দেশে এই হত্যাকাণ্ড চালানো হয়েছিল। তাই এসব ঘটনায় দায়েরকৃত মামলার দ্রুত বিচার না করলে আবারও এ ধরনের ঘটনা ঘটতে পারে।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
এ সময় তথ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, বিদেশি রাষ্ট্রদূতসহ অনেকে এখন মানবাধিকারের কথা বলছে। কিন্তু আগুন সন্ত্রাসের শিকার মানুষের অধিকার নিয়ে তারা কথা বলে না বলেও জানান তিনি।
ইউএইচ/
Leave a reply