আইপিএলে সর্বোচ্চ ১৫ বার শূন্য রানে আউট হয়ে এক লজ্জার রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৩০ বা তার তার বেশি গড়ে রোহিত রান করেছিলেন সবশেষ ২০১৬ সালে। তাইতো আইপিএল আসরে নিজেকেই হারিয়ে খুঁজছেন ফ্র্যাঞ্চাইজি লিগটির সব থেকে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের পাঁচ শিরোপার সবকটি ট্রফি জিতেছে রোহিতের নেতৃত্বে। তাইতো জাতীয় দলের দায়িত্বও তাকে দিয়েছে বিসিসিআই। কিন্তু অনেকদিন ধরেই ব্যাক্তিগত পারফরমেন্সে খারাপ সময় পার করছেন তিনি। এবারের আইপিএলেও এক লজ্জাজনক রেকর্ডের শীর্ষে উঠলেন রোহিত।
পাঞ্জাব কিংসের বিপক্ষে শূন্য রানে আউট হয়ে আইপিএলে সর্বোচ্চ ১৫ বার শূন্য রানে আউট হয়ে রেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক। তার সাথে যৌথভাবে শীর্ষে আছেন দীনেশ কার্তিক, মন্দিপ সিং ও সুনীল নারাইন। এছাড়াও ১৪ বার শূন্য রানে আউট হয়ে ৫ নম্বরে আছেন আম্বাতি রাইডু। ১৩ বার আউট হয়ে ৬ এ যৌথভাবে আছেন পীযুষ চাওলা, হরভজন সিং, আজিঙ্কা রাহানে, গ্লেন ম্যাক্সওয়েল, পার্থিব প্যাটেল ও মানীশ পান্ডে। আর ভিরাট কোহলি শূন্য রানে আউট হয়েছেন ১০ বার।
/আরআইএম
Leave a reply