রঞ্জন শান্ত:
বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে রাজত্ব করছে আইপিএল মালিকরা। যেখানে নিজস্ব বিজনেস মডেল বানিয়ে অনেকখানি এগিয়ে কলকাতা নাইট রাইডার্স। আর কলকাতাকে এগিয়ে নেয়ার নেপথ্যে উঠে আসছে একটি নাম। ভেঙ্কি মাইসোর। কে এই ভেঙ্কি মাইসোর? কীভাবেই বা তিনি কলকাতাকে বানিয়েছেন ব্যবসা সফল ফ্র্যাঞ্চাইজি?
মাত্র দু’বারের শিরোপাজয়ী কেকেআর ব্র্যান্ড ভেল্যুর দিক থেকে পেছনে ফেলেছে অন্যান্য দলগুলোকে। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাজারে রমরমা ব্যবসা কেকেআরের। এর পেছনে সবচেয়ে বড় কৃতিত্ব দেয়া হচ্ছে ভেঙ্কি মাইসোরকে। কর্ণাটকের মাইসোরে জন্ম নেয়া ভেঙ্কি হতে চেয়েছিলেন একজন ক্রিকেটার। বাবার ইচ্ছে না থাকায় ছাড়তে হয় ক্রিকেট। এরপর মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি নেন ভেঙ্কি। ঢুকে পড়েন কর্পোরেট জগতে। ২৫ বছরের বেশি সময় ধরে কর্পোরেট জগতে কাজ করেছেন ভেঙ্কি।
ভারতের নামকরা সব ব্যবসায়ী গ্রুপ মেটলাইফ, সানলাইফ বিরলা, ওবেরয় রিয়েলিটির সাথে কাজ করেছেন দীর্ঘদিন। সাড়ে ১৪ বিলিয়ন ডলারের মালিক বিরলাসহ অনেক বিলিয়নিয়ররাই ভেঙ্কি মাইসোরকে তাদের কোম্পানিতে বড় পদ ও প্রমোশন দিয়ে রাখতে চেয়েছেন। কারণ একটাই ভেঙ্কি ব্যবসাটা বোঝেন। সেটা ইন্স্যুরেন্স হোক কিংবা হোক ক্রিকেট।
ভেঙ্কি শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্টের সিইও হিসেবেও কাজ করেছেন। সেই সূত্রে ২০১৫ সালে কেকেআরের সিইও হিসেবে ভেঙ্কিকে নিয়োগ দেন শাহরুখ। আর সে বছরই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স নামে শাহরুখকে দল কেনান ভেঙ্কি মাইসোর। এরপর সাউথ আফ্রিকা কিংবা যুক্তরাষ্ট্রের ক্রিকেট লিগ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন লিগেও দল কেনার দৌড়ে এগিয়ে যায় কেকেআর ফ্র্যাঞ্চাইজি।
ফোর্বসের হিসেব অনুযায়ী ২০২২ সালে ৫ বারের শিরোপা জয়ী চেন্নাই সুপার কিংসের ব্র্যান্ড ভেল্যু যেখানে ছিল ১.১৫ বিলিয়ন ডলার বা ১১ হাজার ১৫০ কোটি রুপি। সেখানে ২ বারের শিরোপাজয়ী কলকাতার ১.১ বিলিয়ন ডলার। অর্থাৎ ১১ হাজার কোটি টাকা। এর মানে দাঁড়ায় পারফরম্যান্সে পিছিয়ে থাকলেও ব্যবসায়িক কাঠামোতে কেকেআরকে হটকেক বানিয়েছেন ভেঙ্কি মাইসোর।
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ এখন আর কোনো নির্দিষ্ট দেশের বেড়াজালে সীমাবদ্ধ নেই। যে কারণেই ইদানিং শিরোনামে আসছে বছরব্যাপি চুক্তিতে খেলোয়াড় কিনতে চায় আইপিএল মালিকরা। তবে এই দৌড়ে নেই বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি, সে অর্থে নেই কোনো বিজনেস মডেলও। তবে কি ভেঙ্কি মাইসোরের মতো ভালো কোনো কর্পোরেট ব্রেইনের অভাবে ভুগছে বিপিএল মালিকরা?
এএআর/
Leave a reply